অমিতাভই প্রথম পছন্দ নয়! জয়ার ক্রাশ ছিল এই অভিনেতা

Published on:

অমিতাভই প্রথম পছন্দ নয়! জয়ার ক্রাশ ছিল এই অভিনেতা

অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিতর্ক থাকলেও জয়া বচ্চনের জীবন নিয়ে কখনোই কোনও বিতর্ক শোনা যায় নি। বিগ বিকেই মন সঁপেছেন তিনি। আর সেই প্রেম তাঁর আজও অটুট। বরং রেখাকে নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন নিজের সংসার বাঁচাতে ময়দানে নেমেছিলেন তিনি। তবে এহেন অভিনেত্রী এবার জানালেন তাঁর ক্রাশের নাম।

এক সাক্ষাৎকারে একবার জয়া বচ্চন বলেন, ধর্মেন্দ্রর প্রতি ভালোলাগা ছিল তাঁর। সিনেমার সেটে ধর্মেন্দ্রকে দেখতে পেলেই লজ্জায় লাল হয়ে সোফার আড়ালে লুকিয়ে পড়তেন তিনি। সমসাময়িক এই নায়ককে প্রায় মন দিয়ে বসেছিলেন জয়া।

   
 ⁠

পরে এই কথা জানানো হয়েছিল ধর্মেন্দ্রকে। যদিও তিনি মানতে চাননি এই কথা। তাঁর মতে, তাঁর প্রতি জয়ার যা ছিল তা শ্রদ্ধা। বিষয়টি একেবারেই ভালোলাগা স্তরেই ছিল। এর জন্য কখনোই কারোর বৈবাহিক জীবনে প্রভাব পড়েনি।

  
 ⁠

রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জয়া ও ধর্মেন্দ্র। সেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁদের। অমিতাভ বচ্চনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। অপরদিকে ধর্মেন্দ্রও তাঁর ড্রিম গার্ল হেমা মালিনীকে নিয়ে দিব্যি সুখে জীবন যাপন করছেন।