এমন ভিডিও ভাইরাল হল যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একটা কোমোডো ড্রাগন গিলে ফেলল হরিণকে।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি হরিণকে গিলে ফেলল কোমোডো ড্রাগন। হঠাৎ হরিণের মাথা মুখের ভিতর পুরে চিবোতে শুরু করল। ধীরে ধীরে পুরো হরিণটাকেই খেয়ে ফেলে সে। ভিডিও দেখে অনেকেই শিউরে উঠেছেন।
দুদিন আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, বিষাক্ত গোখরোটি ফণা তোলার আগেই নেউলটা কামড় বসাল সাপটির মাথায়। যেন ‘টুঁটি’ টিপে ধরল সাপটির।
সাপ নিস্তেজ হলেও ছেড়ে দেওয়ার পাত্র নয় নেউলটিও। রাগে দাঁতের মাঝে গোখরোর মাথা আরও শক্ত করে চেপে ধরে সে। আর মাথা তুলতে পারেনি বিষধর গোখরোটি। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।