এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখলে মন ভালো হয়ে যায় মুহূর্তেই। দিন শেষে মা কিন্তু মাই হয়। তা সে মানুষের ক্ষেত্রে হোক কিংবা পশুদের ক্ষেত্রে। সন্তানের প্রতি মায়ের অপত্য স্নেহ বরাবরই অকৃত্রিম।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার মধ্যে অসুস্থ সন্তানকে মুখে করে নিয়ে পশু চিকিৎসালয়ে এসেছে সারমেয় মা। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলে।
নিজের যতই কষ্ট হোক সন্তানের সেবায় সব সময় নিজের প্রাণ নিয়োজিত রাখতে প্রস্তুত থাকেন মা। নীতি যে পশুদের ক্ষেত্রেও প্রযোজ্য তার প্রমাণ এই ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে হৃদয় বিগলিত হয়েছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে নিজের একরত্তি ছানাকে মুখে করে নিয়ে আসছে সারমেয়টি। শাবকটিকে এনে কুকুরটি পশু চিকিৎসালয়ের দরজার সামনে রেখে ভিতরে উঁকিঝুঁকি মারতে থাকে। এরপরেই সেখানের কর্মীরা ওই কুকুর ছানার চিকিৎসা শুরু করে। সেবা পেয়ে সুস্থ হয়ে ওঠে ওই কুকুর ছানা।