জন্মদিনে নেই কোনও পোস্ট! রিয়ার মন থেকে কি ফিকে হচ্ছে সুশান্তের স্মৃতি?

Published on:

জন্মদিনে নেই কোনও পোস্ট! রিয়ার মন থেকে কি ফিকে হচ্ছে সুশান্তের স্মৃতি?

বেঁচে থাকলে ৩৯ বছরে পা দিতেন সুশান্ত সিং রাজপুত। গতকাল ছিল তাঁর জন্মদিন। এই দিনে গত বছর নিজের ইনস্টাগ্রামে অভিনেতার ছবি দিয়ে তাঁকে স্মরণ করেছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। তবে এবার তেমন কিছু দেখা গেল না। তাহলে কি ফিকে হচ্ছে স্মৃতি?

তিনি গতবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের একটি ছবি শেয়ার করেন। সেখানে ক্যাপশনে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। এদিন সুশান্তের পরিবার, বন্ধু, ভক্তরা প্রিয় অভিনেতাকে স্মরণ করেছেন।

   
 ⁠

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেওয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ।

  
 ⁠

হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। যদিও এখনো রহস্যের নিরসন হয়নি। তবে সুশান্তের প্রেমিকা রিয়ার দিকে তখন আঙুল উঠেছিল। সুশান্তের পরিবার এবং দিদি ও তাকে দায়ী করেছেন এই বিষয়ে। পুলিশের গ্রেফতারের পরেও ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী। আবার কাজে ফিরেছেন তিনি।