বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী মনীষা কৈরালা। তার স্পষ্টবাদী স্বভাবের জন্য বিতর্কেও জড়িয়েছেন তিনি। সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডিতে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। এবার ৯০ এর দশকের এক বিস্ফোরক সত্যিকে সামনে আনলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ইন্ডাস্ট্রিতে হোক বা অন্য কোথাও, বয়স মহিলাদের একটা সমস্যা। আমরা লজ্জা পাই। কোনও পুরুষ ব্যক্তিত্বকে বলতে শুনিনি যে তিনি বুড়ো হয়ে গেছেন। কিন্তু ট্রোলডের শিকার হন বহু মহিলা। এ যেন বয়সের দিকে তাকিয়ে থাকা”।
তাঁর মতে, বয়স পুরুষদের তুলনায় মহিলাদের অনেক বেশি প্রভাবিত করে। তিনি বলেন, ” দু-তিনটি গোলটেবিল আলোচনায় এমনটা দেখেছি, বয়সের কারণে আমি দূরে ঠেলা হয়েছিল”।
অভিনেত্রীর স্পষ্ট কথা, ” আমরা এখনও খুব সুখী, পরিপূর্ণ এবং স্বাস্থ্যকর জীবন পেতে পারি। যতদিন বেঁচে আছি, কাজ করে যেতে চাই, সুস্থ থাকতে চাই। আমি সুন্দর দেখতে চাই… এটাই আমার মূলমন্ত্র”।