কেন নিঃসন্তান রেখা? সন্তান না নেওয়ার পেছনে অভিনেত্রীর যুক্তি শুনলে চমকে যাবেন

Published on:

আজও একই রকম এভারগ্রীন রেখা! অভিনেত্রী নিজের পদবী ব্যবহার করেননা কেন জানেন?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। তাঁর সন্তান নিয়েও কৌতূহলের শেষ নেই। নিজের সন্তান না হওয়া নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী।

তাঁর নাকি সন্তান পছন্দ নয়। এমনই অদ্ভুত কথা জানিয়েছিলেন তিনি। বলেন, তিনি সন্তান পছন্দ করেন না। কারণ তাঁর মনে হয়, যদি সন্তান থাকে, তবে তিনি অন্য কিছুতে আর নজর দিতে পারবেন না। তিনি চান সম্পূর্ণ ফোকাসটাই সেই মানুষটাকে দিতে। তাঁর মতে, যদি তাঁর সন্তান থাকে, তবে সেই রেখার সব থেকে বেশি কাছের হবে। সেক্ষেত্রের অন্যের সঙ্গে তা অন্যায় হবে বলেই জানান অভিনেত্রী।

   
 ⁠

দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। কিন্তু বিয়ের এক বছরের মাথায় স্ত্রীর ওড়না পেচিয়েই আত্মহত্যা করেন মুকেশ আগারওয়াল। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে জল ঘোলাও হয় বিস্তর। কিন্তু সব থেকে তাৎপর্যের ব্যাপার স্বামীর মৃত্যুর পরেও একমাথা সিঁদুর পড়ে ঘুরে বেড়ান রেখা। এখনো তাকে যে কোন অনুষ্ঠানে দেখা যায় সিঁদুর পরেই আসতে।

  
 ⁠

সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেতার।