দেখতে দেখতে এক বছর হয়ে গেল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। ক্যানসারের সঙ্গে লড়াই করে যাত্রা থেমেছিল অভিনেত্রীর। ৬৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
বিগত ৩ বছর ধরে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। ২০২৩ সালের নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। গতবছর জানুয়ারি মাসের ১৩ তারিখ তাঁকে টাটা মেডিক্যাল ক্যানসার সেওন্টারে ভর্তি করা হয়। ২০ তারিখ পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন শ্রীলা।
মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৯ সালে মৃণাল সেনের পরশুরাম ছবিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। তারপর মৃণাল সেনের মোট ৬ ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’, ‘খারিজ’ ছবিতে মমতা শঙ্করের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও পরিচালক মৃণাল সেনের ‘অকালের সন্ধানে’, ‘চোখ’ সহ মোট ৬টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা, পেয়েছেন অসংখ্য পুরস্কার। শ্যাম বেনেগালের ‘আরোহন’, মান্ডির মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’ ছবিতে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার।