একটি ছবিতে পারিশ্রমিক ৪০ কোটি! এই বলি অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

Published on:

একটি ছবিতে পারিশ্রমিক ৪০ কোটি! এই বলি অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

শ্রীদেবী, মাধুরী দিক্ষিত, জুহি চাওলা, কাজল, করিশ্মা কাপুর ৯০ এর দশকে রীতিমতো বলিউডে দাপিয়ে বেড়াতেন এই অভিনেত্রীরা। এদের মধ্যে ঐশ্বর্য ছিলেন এগিয়ে। এই যুগে দীপিকা, আলিয়া বা ক্যাটরিনা নন, এই রেকর্ডের মালিক প্রিয়াঙ্কা চোপড়া।

শোনা যায়, একটি সিনেমার জন্য তিনি নেন ৪০ কোটি টাকা। তিনিই বর্তমানে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী। প্রিয়াঙ্কা হলিউডের ছবিতে প্রতি ফিল্মে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু ভারতে তিনি প্রতি ছবির জন্য ১৪-২০ কোটি টাকা নিয়ে থাকেন।

   
 ⁠

জানা গিয়েছে, ঐশ্বর্য রাইয়ের সম্পত্তির পরিমাণ ৮২৮ কোটি টাকা। তাঁর ধরা ছোঁয়া থেকে দূরে অনেক দূরেই বাকি অভিনেত্রীরা। এরপরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া যদিও তাঁর সঙ্গে ঐশ্বর্যর সম্পত্তির ফারাক প্রায় ২০০ কোটি। এরপর রয়েছেন আলিয়া ভাট। অল্প সময়ের মধ্যেই ৫২০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি।

  
 ⁠

এর আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায় মত সিনেমা করার পর তার পারিশ্রমিক বেশ খানিকটা বেড়ে গিয়েছিল কাজলের। প্রথমদিকে কাজল এক একটা সিনেমা করার জন্য নিতেন ৫০ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু পরে তা বেড়ে এক কোটিতে এসে দাঁড়ায়।