আশা ভোঁসলে সঙ্গীত জগতের এক আদি ও অক্ষয় নাম। তাঁর মত কিংবদন্তি শিল্পী খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই গায়িকা এখনও মাইকের সামনে দাঁড়ালে স্নায়ুচাপে ভোগেন।
শিল্পী জানান, “আমি অতীতের দিকে তাকাই না, ভবিষ্যতের কথাও ভাবি না। শুধু বর্তমানকে উপভোগ করি এবং সেরাটা দেওয়ার চেষ্টা করি”। তাঁর কথায়, “১১ হাজারেরও বেশি গান রেকর্ড করার পরও পারফরম্যান্সের আগে আমার হাত-পা ঠান্ডা হয়ে যায়। কারণ, আমি বিশ্বাস করি, যদি গান ঠিকমতো না গাই, তবে আর ডাক পাব না। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা”।
তিনি বলেন, “আমি পুরনো বা নতুন বলে গান বিচার করি না।আমি কখনওই নিজেকে একঘেয়ে করে রাখিনি। নতুন কিছু করতে ভালবাসি, কখন কখন গণ্ডি ভাঙতেও পছন্দ করি”।
লতা মঙ্গেশকর কে যথেষ্ট শ্রদ্ধা করতেন আশা। সর্বক্ষণ তাঁর গানে বুঁদ হয়ে থাকতেন। কিন্তু এই লতা দিদির সঙ্গেই এক বিশেষ কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আশার। পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। কারণ এই লতার সেক্রেটারির গণপথ রাওকে ভালোবেসে ছিলেন আশা। বাড়ির অমতে বিয়ে করেছিলেন তারা। তাতেই পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল আশার।