মহিলাদের প্রতি আসক্ত রাখি সাওয়ান্ত! বিস্ফোরক অভিযোগ করলেন এই অভিনেত্রী

Published on:

মিউজিক লঞ্চ করতে গিয়ে বাড়ি বিক্রি! রাখি সাওয়ান্তের স্ট্রাগল চোখে জল আনবে

ছেলে নয় বরং মেয়েদের প্রতি আসক্ত রাখি সাওয়ান্ত। লেসবিয়ান অভিনেত্রী। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আর এক অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমনকি রাখি সাওয়ান্ত নাকি তাঁর পেছনেও পড়েছিলেন।

তনুশ্রী বলেন, রাখি সাওয়ান্ত বারবার তাঁর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেছেন রাখি। এরপরেই নাকি সাড়া না পেয়ে তনুশ্রীর ব্যাপারে নানা কুৎসাও রটিয়েছেন রাখি। তনুশ্রীর আরও অভিযোগ, রাখির তো মহিলাদের প্রতি আকর্ষণ। সেই কারণেই এতগুলো বিয়ে করেও একটাও টেকাতে পারল না। প্রত্যেক পুরুষের সঙ্গে তাঁর সমস্যা হয়েছে এবং তাঁরা রাখিকে ছেড়ে চলে গিয়েছে।

   
 ⁠

২০০৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তনুশ্রী। এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’-র ছবিতে সাবলীল অভিনয় তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এরপর একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করলেও কোথাও একটা কম থেকে যাচ্ছিল। প্রয়োজন মত সাফল্য পাচ্ছিলেন না তিনি। তাঁর শেষ ছবি ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’।

  
 ⁠

এরপর প্রায় আট বছর অন্তরালে ছিলেন তিনি। ২০১৮ সালে ফের একবার শিরোনামে আসেন এই অভিনেত্রী। তবে নিজের কাজের জন্য নয় বিতর্কের কারণে। অভিনেতা নানা পাটেকরকে ‘মি টু’ অভিযোগে বিদ্ধ করেন তিনি। ‘হর্ন ওকে’ছবির সময় অভিনেতা তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ করাতেই তাকে সেই সময় ওই গান থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার।