বঙ্গ তনয়া তনুশ্রী দত্ত বড়পর্দায় ঝড় তুলেছিলেন। একের পর এক সাহসী দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। হিমেশ রেশমিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য চরম জনপ্রিয় হয়েছিল সেই সময়। কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যায় কেরিয়ার। কেন?
২০০৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তনুশ্রী। এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’-র ছবিতে সাবলীল অভিনয় তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এরপর একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করলেও কোথাও একটা কম থেকে যাচ্ছিল। প্রয়োজন মত সাফল্য পাচ্ছিলেন না তিনি। তাঁর শেষ ছবি ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’।
এরপর প্রায় আট বছর অন্তরালে ছিলেন তিনি। ২০১৮ সালে ফের একবার শিরোনামে আসেন এই অভিনেত্রী। তবে নিজের কাজের জন্য নয় বিতর্কের কারণে। অভিনেতা নানা পাটেকরকে ‘মি টু’ অভিযোগে বিদ্ধ করেন তিনি। ‘হর্ন ওকে’ছবির সময় অভিনেতা তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ করাতেই তাকে সেই সময় ওই গান থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার।
নানা পটেকরের বিরুদ্ধে একবার যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, “নানা পটেকর ও দিলীপের মতো মানুষ মানসিক ভাবে বিকারগ্রস্ত। এদের এই বিকারের কোনও সমাধান নেই। নিষ্ঠুর ও ক্ষতিকর মানুষই এই ধরনের কাজ করতে পারে। এই ধরনের সমিতি নিয়ে আমার কিছু যায় আসে না। এই পদ্ধতির উপর আমার কোনও ভরসা নেই। এই রিপোর্ট পেশ করে ওরা শুধু সময় নষ্ট করতে পারে। আসল কাজ এরা করে না। নিরাপদ কর্মস্থল পাওয়া মহিলাদের বা যে কোনও মানুষের মৌলিক অধিকার।”
প্রকাশ্যেই অভিনেত্রী জানান, ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন।