প্রকৃত শিক্ষিত মানুষের অভাব! টলিউডের অন্দরমহল নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

Published on:

প্রকৃত শিক্ষিত মানুষের অভাব! টলিউডের অন্দরমহল নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার আরও একবার নিজের মতামত জানালেন অভিনেত্রী।

এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানান তিনি কীভাবে কাজ না পেয়ে অবসাদে ভুগতে হচ্ছে তাঁকে। আর তাতেই বাড়ছে ওজন। দীর্ঘ সময় কাজ না থাকায় নিজেকে মেইনটেন করার তাগিদ আর অনুভব করছেন না তিনি। এমনকি অবসাদ কাটিয়ে উঠতে ওষুধও খেতে হচ্ছে তাঁকে।

   
 ⁠

অভিনেত্রী বলেন, “দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না। অবসাদের জন্য আমি ওষুধ খাই”।

  
 ⁠

তিনি বলেন, “এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না”।