দেখতে দেখতে দুই বছর পেরিয়েছে, সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। তাই তো মৃত্যুর পর আবার খুঁচিয়ে উঠছে সেই দগদগে ক্ষত। ঐন্দ্রিলার জন্মদিনে ফেসবুকের পাতায় বোনকে স্মরণ করলেন দিদি ঐশ্বর্য।
টানা যমে মানুষের লড়াইয়ের পর অবশেষে হার মেনেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই থেমেছে জীবন যুদ্ধের লড়াই। ২০১৫ সালের প্রথম ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। এরপর তারা দেড় বছর লড়াই করে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। কিন্তু ২০২১ সালে ফের তার দেহে থাবা বাসায় মারন রোগ। কিন্তু সেক্ষেত্রেও অদম্য জেদ ও লড়াইয়ের জেরে ফের একবার ফিরে আসেন ঐন্দ্রিলা। কিন্তু শেষ রক্ষা হয় না তৃতীয়বারের বেলায়। ২০২২- এর পয়লা নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। টানা কুড়ি দিন লড়াই করার পর অবশেষে হার মানেন জীবনের সবথেকে বড় তিক্ত সত্যির কাছে।
ফেসবুকে দুটি ছবি দিয়েছেন ঐশ্বর্য। সেখানে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সে। একইসঙ্গে জানিয়েছে বোনকে কতটা ভালোবাসে সে। কতটা মিস করে। ফেসবুকে দুটি ছবির মধ্যে একটিতে ঐন্দ্রিলার ছোটবেলার ছবি অপরটি তাঁর দিদির সঙ্গে কাটানো মুহূর্তের ছবি।
, বোনের মৃত্যুর পর প্রায়ই নিজেরদের ছোটবেলার বেশ কিছু ছবি পোস্ট করেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। সেখানে কোথাও দেখা যায় দুই বোন দুজনকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। আবার কোথাও দেখা
যায় ঐশ্বর্য হাত ধরে রয়েছেন একরত্তি ঐন্দ্রিলার। আর সেই সমস্ত পোস্টেই ক্যাপশন এর জায়গায় লেখা, “আমার ছোট্ট বুনু, সারা জীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি থাকবো”।