ফের বড় পর্দায় আসছেন উত্তম কুমার! কবে কোথায় দেখা যাবে মহানায়কের ছবি?

Published on:

ফের বড় পর্দায় আসছেন উত্তম কুমার! কবে কোথায় দেখা যাবে মহানায়কের ছবি?

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল সত্যজিৎ রায়ের নায়ক ছবিটি। চলতি মাসে ২১ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবিটি।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন উত্তমকুমার ও শর্মিলা ঠাকুর। এছাড়াও এই ছবিতে ছিলেন বীরেশ্বর সেন, নির্মল ঘোষ, সৌমেন বোস, প্রেমাংশু বোস, এবং সুমিতা সান্যাল-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

   
 ⁠

এই ছবি মুক্তির খবর অনুরাগীদের কাছে বাড়তি আনন্দ নিয়ে এসছে। পিভিআর সিনেমাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনরায় মুক্তির খবর জানিয়েছে।

  
 ⁠

পুনরায় মুক্তিতে এই ছবির বাড়তি পাওনা হল ইংরেজি সাবটাইটেল। ফলে ছবিটি বাঙালি সিনেপ্রেমী ছাড়াও আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাবে। ছবিটি টু -কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে।

১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’।এত বছর পর ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি পর্দায় আসায় স্বাভাবিক ভাবেই উত্তেজিত দর্শকরা। যাঁরা এখনও দেখেননি এই ছবি তাঁরা আরও একবার এই ছবি বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।