বয়স বাড়লেও এখনও চির যৌবন বজায় রয়েছে অনিল কাপুরের। দিনে দিনে যেন বয়স কমছে অভিনেতার। বলে বলে এখনও তরুণ অভিনেতাদের গোল দিতে পারেন তিনি। এবার এক সুখবর দিলেন তিনি।
বয়স বাড়লেও এখনও চির যৌবন বজায় রয়েছে অনিল কাপুরের। দিনে দিনে যেন বয়স কমছে অভিনেতার। বলে বলে এখনও তরুণ অভিনেতাদের গোল দিতে পারেন তিনি।
অনিল কাপুর সোশ্যাল মিডিয়ায় জানান, “আমরা পেরেছি। সুবেদার হল প্রতিটি সদস্যের আবেগের ফসল। সবার নিষ্ঠা ও পরিশ্রম এই ছবিকে আরও জীবন্ত করে তুলেছে। গোটা দুনিয়া কবে যে এই ছবি দেখবে, আর অপেক্ষাই করতে পারছি না”। অর্থাৎ নতুন ছবি আসছে তাঁর। সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে রাধিকা মদনকে।
অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সুরেশ ত্রিভেনি পরিচালিত এই ছবি। এছাড়াও আলফা নামক এক ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর। সেখানে আলিয়া ভাটকেও দেখা যাবে। একইসঙ্গে তাঁকে দেখা যাবে ‘ওয়ার ২’ ও ‘পাঠান ২’তেও।