শাড়ির আঁচলে মৃণাল সেনের অবয়ব! তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মায়া ছড়ালেন মনামী

Published on:

শাড়ির আঁচলে মৃণাল সেনের অবয়ব! তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মায়া ছড়ালেন মনামী

বয়স বাড়লেও শরীরে যেন সেই ছাপ এখনো পড়েনি। বরং দিনে দিনে আরো নবীন হচ্ছেন মনামী ঘোষ। তার একটা ছবি পোস্টেই রাতের ঘুম কেড়ে নেয় অনুরাগীদের। মুহূর্তেই ভাইরাল হয় পোস্ট। এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচাতেও ফ্যাশনিস্তা অবতারে মুগ্ধ করলেন অভিনেত্রী।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয়ের জন্য তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মনামী।

   
 ⁠

উৎসবের লাল গালিচার জন্যই বিশেষ এই শাড়ি ডিজাইন করিয়েছিলেন মনামী। যার আঁচলজুড়ে ‘পদাতিক’ কাহন। সাদা শাড়ির আঁচলে আঁকা মৃণাল সেনের অবয়ব। বড় বড় হরফে ইংরেজিতে লেখা ‘পদাতিক’।

  
 ⁠

কালো ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মানানসই রুপোর গয়না ও তার সঙ্গে মানানসই ঝোলা দুল। সব মিলিয়ে সিনেম্যাটিক থিমের স্নিগ্ধ সাজে মায়া ছড়ালেন মনামী।