লেবুর রস বিক্রি করা থেকে বাগান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী! আজ ঘুম ওড়াচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের, চেনেন তাঁকে?

Published on:

লেবুর রস বিক্রি করা থেকে বাগান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী! আজ ঘুম ওড়াচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের, চেনেন তাঁকে?

সানি লিওন বললেই প্রথমে মাথায় আসে যেই ধরনের ছবির কথা সে ধরনের ছবি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। নিজের সেই চেনা পরিসর ছেড়ে বেরিয়ে এসে মেইনস্ট্রিম সিনেমা করতে শুরু করেছেন সানি লিওন। ২০১২ সালের জিসম ২ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি।

বর্তমানে বলিউডে প্রায় এক দশকের বেশি সময় পার করে ফেলেছেন সানি লিওন। বেশ জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ও তার অভিনীত ছবি কেনেডি মনোনীত হয়েছিল। আর এতেই বাঁধভাঙ্গা খুশিতে ভেসে গিয়েছেন সানি লিওন।

   
 ⁠

কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না।ছোট থেকেই পরিবারে দারিদ্রতা ছিল। পেট চালাতে কোন-ও কাজকেই না বলেননি সানি। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন।

  
 ⁠

তবে এই মেইন স্ট্রিম ছবিতে জায়গা করে নেওয়া সহজ ছিল না সানি লিওনের কাছে। বলিউডে নিজের জায়গা তৈরি করতে যথেষ্ট চ্যালেঞ্জ নিতে হয়েছে অভিনেত্রীকে। শুনতে হয়েছে একাধিক কটুক্তি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “অনেক মানুষ এমন বলেছেন তুমি এটা পারবে না, ওটার যোগ্য তুমি নও সানি লিওন তো একজন পর্নস্টার। কিন্তু আমি কাজে বিশ্বাস করি।”

এরপর এই অভিনেত্রী আরো জানান, “বছরের পর বছর এই ধরনের কথা শুনে আমি ক্লান্ত। কিন্তু এখন আর কেউ এই কথা বলতে পারবে না। অতীতের জন্য আমি কাজ পেয়েছি সেটাও আর কেউ বলতে পারবে না।”