সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসা উচিত নাকি অবাক হওয়া উচিত তা বুঝে উঠতে পারা যায় না। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হল। এক হনুমানের পেছনে ছুটে অবশেষে নাজেহাল হয়ে পড়ল চিতা বাঘ।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল আমার ভিডিওতে দেখা যাচ্ছে, এক গাছের উঁচু ডাল থেকে অপর গাছে লাফিয়ে বেড়াচ্ছে একটি হনুমান। তাকে শিকার করার আশায় তার পিছন পিছন ছুটে বেড়াচ্ছে একটি চিতা বাঘ। কিন্তু হনুমানের সঙ্গে কি আর পারা যায়।
দেখা যাচ্ছে, হনুমানের পিছনে ধাওয়া করে চিতাবাঘটি ক্লান্ত হয়ে পড়েছে। কোনও ভাবেই সে বাদরটিকে নাগালের মধ্যে পাচ্ছে না। অবশেষে ক্লান্ত হয়ে ডালের উপরেই বসে পড়েছে চিতা বাঘটি। ভিডিওটি দেখে অবাক হয়েছেন অনেকেই।
এই ভিডিওটি লনডোলজি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির নিয়ম দেখে মাঝে মাঝে সত্যিই অবাক লাগে। এমন মুহূর্তের সাক্ষী থাকতে পারলে স্মৃতির খাতায় লিখে রাখতাম।’’ ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে।