উদযাপন করা হলনা প্রেম দিবস! গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী ঋতাভরী

Published on:

উদযাপন করা হলনা প্রেম দিবস! গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী ঋতাভরী

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডি প্রেমিকের সঙ্গে আলাপ করিয়েছেন ঋতাভরী। তবে এবার প্রেমিকের সঙ্গে ভালোবাসার দিন আর উদযাপন করা হলো না অভিনেত্রীর। কারণ গুরুতর অসুস্থ তিনি।

অভিনেত্রীর মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে ঋতাভরীর। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাঁকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে। তাই আপাতত শয্যাশায়ী তিনি।

   
 ⁠

বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। আগেও প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আদুরে পোস্ট করে তিনি লিখেছেন, “এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা”। প্রেমিককে নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।

  
 ⁠

শোনা যাচ্ছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন নায়িকা। একেবারে ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে হবে অনুষ্ঠান। তবে জাঁকজমক থাকবে।