মাটি কাটার যন্ত্রে বিয়ে করতে চলেছেন বর! ব্যান্ড পার্টি বাজিয়ে তুমুল নাচ বরযাত্রীর, ভাইরাল ছবি ঘিরে হইচই

Published on:

মাটি কাটার যন্ত্রে বিয়ে করতে চলেছেন বর! ব্যান্ড পার্টি বাজিয়ে তুমুল নাচ বরযাত্রীর, ভাইরাল ছবি ঘিরে হইচই

রাতারাতি জনপ্রিয় হতে কত ধরনের অভিনব পন্থা অবলম্বন করে মানুষ। একেক জনের একেক রকম কীর্তি দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। এবার তেমনই এক কাণ্ড ঘটল। পে লোডারে চেপে বিয়ে করতে গেলেন এক ইউটিউবার।

এক অভিনব নিদর্শন তৈরি করলেন হুগলির ইউটিউবার কুন্তল সাহা।ঘোড়ার গাড়ি,পালকি,এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু পে লোডারে চেপে বিয়ে করতে যাওয়া অভিনবই বটে।

   
 ⁠

আট বছর আগে এই ভ্যালেন্টাইন ডে তেই কুন্তলের সঙ্গে আলাপ হয়েছিল বুনোকালীতলার পায়েল সাধুখাঁর। এরপর সর্ম্পক পরিণতি পেল ১৩ ফেব্রুয়ারি। আর সেই দিনেই পে লোডারে চেপে বিয়ে করতে গেলেন কুন্তল।

  
 ⁠

খাদিনা মোরের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। ভাইরাল ছবিতে দেখা গেল বর নিত বর পে লোডারের সামনে বসে। আর ব্যান্ডপার্টির সঙ্গে চলেছে বরযাত্রী। মাটির কাটার যন্ত্রে সওয়ার টোপর মাথায় বর। তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পরেছে।অনেকে হাসাহাসি করছে।

তবে এইসব বরের অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই। কুন্তল বলেন,আমার সব সময় ইচ্ছা ছিল নিজের বিয়েতে একদম আলাদা কিছু করব। আর তাই এই ব্যবস্থা। আমার পরিবার বন্ধু বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে এটাই অনেক। এত দিনে নিজের মনের মানুষকে নিজের করে পাচ্ছি এটাই আনন্দের। মগড়া থেকে পে লোডার ভাড়া করে আনেন তিনি।