রাস্তায় নেমে ভিক্ষে করেছেন উত্তম কুমার! ব্যক্তি হিসেবে কেমন ছিলেন মহানায়ক?

Published on:

রাস্তায় নেমে ভিক্ষে করেছেন উত্তম কুমার! ব্যক্তি হিসেবে কেমন ছিলেন মহানায়ক?

নায়ক উত্তম কুমারকে তো আমরা সকলেই জানি। কিন্তু ব্যক্তি হিসেবে উত্তম কুমার কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন তিনি তা জানার কৌতূহল আমাদের সকলেরই কম বেশি রয়েছে। এবার মহানায়ক ব্যক্তি হিসেবে কেমন ছিলেন সেই নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

মাধবী মুখোপাধ্যায় জানান, “একবার এক মেকআপ আর্টিস্টের মেয়ের বিয়ের জন্য ২৫,০০০ টাকা কমতি হয়েছিল। সেই টাকাটা কিন্তু যথাসময়ে সেই রূপসজ্জা শিল্পীর হাতে তুলে দিয়েছিলেন স্বয়ং উত্তমই। মানুষটা বড্ড তাড়াতাড়ি চলে গেলেন আমাদের মধ্যে থেকে। থাকলে আরও কতই না উন্নতি হতে পারত আমাদের ইন্ডাস্ট্রির”।

   
 ⁠

শুধু এখানেই থেমে থাকেননি তিনি বরং রাস্তায় নেমে ভিক্ষেও করেছেন। একবার ভীষণ বন্যা হয়েছিল সেই সময় নিজের পারিশ্রমিকের টাকা বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেও সকলকে সেভাবে সাহায্য করতে পারছিলেন না। তাই আরো বেশি সংখ্যক মানুষকে সাহায্য করার জন্য নিজের কয়েকজন সহকর্মীদের নিয়ে টালিগঞ্জের রাস্তায় হাত পেতে ভিক্ষেও করেছিলেন মহানায়ক।

  
 ⁠

বর্ষীয়ান অভিনেত্রী জানান, “সকলে উত্তমকুমারের অভিনয় চেনেন। পর্দায় তাঁর সুপুরুষ চেহারা দেখেছেন। কিন্তু আমার যেটা সবচেয়ে মনে পড়ে, তা হল ব্যক্তি উত্তমকুমারকে। মানুষ উত্তমকুমারের কোনও তুলনাই চলে না”।