একের পর এক ছবি ফ্লপ! তবে কি এবার পেশা বদলাচ্ছেন অক্ষয় কুমার?

Published on:

একের পর এক ছবি ফ্লপ! তবে কি এবার পেশা বদলাচ্ছেন অক্ষয় কুমার?

বলিউডের খিলাড়ি তিনি। কিন্তু ২০২৪ সালে একের পর এক ছবি ফ্লপ হয়েছে অক্ষয় কুমারের। ২০২৫ সালের জানুয়ারিতেই মুক্তি পেয়েছে স্কাই ফোর্স। কোন সময় নিজের ক্যারিয়ার নিয়ে রাখ ঢাক করেননি তিনি। এবার নিজের একের পর এক ফ্লপ ছবির পর নিজের পেশা বদলাতে চলেছেন তিনি।

ইন্সটাগ্রামে একটি ছবি দিয়েছেন অক্ষয় কুমার। সেখানে আপলোড করা পোস্টারে দেখা যাচ্ছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। সঙ্গে লেখা, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন।

   
 ⁠

তবে বিষয়টা খোলসা করেছেন তিনি। আসলে একটি গানের ভিডিও প্রকাশ্যে এনেছেন তিনি। সেই গান তাঁরই গাওয়া। তারই প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অক্ষয়। তাঁর এই গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’।খিলাড়ি কুমারের গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরেই।

  
 ⁠

নিজের ফ্লপ ছবি নিয়ে অক্ষয় কুমার একবার বলেছিলেন, “এটা তো প্রথমবারের জন্য হল না। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস হল তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটাই বলি। কেউ যদি আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেন, আমি তাঁকেও সেটাই বলি। কঠিন পরিশ্রম করে যাও”।

অনেকেই তাকে ছবির কনটেন্ট বেছে নিয়ে তারপর অভিনয় করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এ পরামর্শ মানতে নারাজ তিনি। অভিনেতার কথায়, “আমি যদি কাজ করতে পারি, তাহলে আমি কেন করব না? আমার গোটা কেরিয়ার তো সেটার উপরেই তৈরি। অনেকেই আমায় বলেছে কন্টেন্ট দেখে ছবি না করার কথা। কিন্তু আমি সেটা ছাড়তে পারব না। আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই”।