নীল পুলে লাল মনোকিনিতে ঘুম ওড়ালেন মনামী! তোলপাড় অনুরাগীদের মন

Published on:

নীল পুলে লাল মনোকিনিতে ঘুম ওড়ালেন মনামী! তোলপাড় অনুরাগীদের মন

বয়স বাড়লেও শরীরে যেন সেই ছাপ এখনো পড়েনি। বরং দিনে দিনে আরো নবীন হচ্ছেন মনামী ঘোষ। তার একটা ছবি পোস্টেই রাতের ঘুম কেড়ে নেয় অনুরাগীদের। মুহূর্তেই ভাইরাল হয় পোস্ট। এবারেও তাঁর বোল্ড লুক ঘুম কাড়ল ভক্তদের।

লাল রঙের করুশে জলে আগুন ধরিয়েছেন মনামী। নো মেকআপ লুকে শুধু লিপস্টিক পড়েই ঝড় তুলেছেন ভক্তদের মনে। শুধু বোল্ড পোশাকেই নয় তিনি শাড়ি পড়ে সামনে এসে দাঁড়ালেই বুকের ভেতর তোলপাড় চলে অনুরাগীদের।

   
 ⁠

এই কথা মনে করা হয় যে অভিনয় জগতে টিকে থাকতে গেলে স্লিম এণ্ড ট্রিম থাকা অত্যন্ত জরুরী। শরীরে মেদ জমলেই কি সেলুলয়েড জগৎ থেকে টাটা বাইবাই? এই নিয়ে এক সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

  
 ⁠

মনামী ঘোষ বলেন, “শরীরের বাড়তি মেদ এখন অভিনয় জগতে পিছিয়ে যাওয়ার কারণ কখনওই নয়। এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এমন থাকতে পছন্দ করি, তা-ই থাকি। কেউ মনে করেন তিনি খেতে ভালবাসেন বা তাঁর একটু স্থুল চেহারাই পছন্দ, তিনি তা-ই করেন”। তাঁর সংযোজন, “যে চরিত্রের জন্য যেমন স্টার পছন্দ, তাঁকেই ডেকে নেওয়া হয়। অভিনয়টাই মূল কথা। সেটা জানলেই হবে। পর্দায় যাঁকে তুমি দেখছ, তিনি চরিত্র। আর ব্যক্তিগত জীবনে যে যেমন থাকতে চায়, তিনি তেমনভাবেই থাকেন। ভেতর থেকে সুস্থ থাকাটাই প্রয়োজন”।

নিজেকে ফিট রাখার বিষয়ে অভিনেত্রী একবার জানিয়েছিলেন, নিয়মিত শরীর চর্চা করেন তিনি। খাবারের দিকেও বেশ নজর দেন। তিনি অভিনেত্রী বলেন, “আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার”। এছাড়াও ওয়ার্কআউট করেন নিয়মিত। আর সে কারণেই এত ফিট।