বায়োপিক তৈরি হবে সৌরভ গাঙ্গুলির। তবে তার নাম ভূমিকায় কে অভিনয় করবেন তাই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। যদিও সেই কৌতুহল নিরসন হয়েছে অনেক দিন আগেই। শোনা যাচ্ছে রাজকুমার রাও কে দেখা যেতে পারে নাম ভূমিকায়। এই বহু প্রতীক্ষিত ছবি কবে মুক্তি পাবে এবার সেই বিষয়েও ইঙ্গিত মিলল। ইঙ্গিত দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার বায়োপিক তৈরি হচ্ছে। আর এক বছর পরই মুক্তি পাবে। আমি যেটুকু শুনেছি, আমার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। অভিনেতাদের ডেট পেতে সমস্যা হয়। যেটুকু শুনেছি তাতে বায়োপিক মুক্তি পেতে আরও এক বছর লাগবে”।
জানা গিয়েছে, ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে দেখা যেতে পারে। তবে বায়োপিকের স্ক্রিপ্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও অভিনেতাকে চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। ফেব্রুয়ারির শেষের দিকে চিত্রনাট্য প্রস্তুত হওয়ার কথা এবং মার্চের প্রথম সপ্তাহে চূড়ান্ত কাস্ট ঘোষণা করা হবে।
ডোনার চরিত্র প্রসঙ্গে সৌরভ জানান, “ওটা একটা ‘ডিফিকাল্ট ক্যারেক্টার। অনেক অপশন আছে। তাই ওরা এখনও সেটা বেছে উঠতে পারেননি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি তাঁরা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন”।
এদিকে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ডিডিএস লক্ষ্মণদের দেখা যেতে পারে ছবিতে। তাঁদের সঙ্গেও কথা চলছে। এছাড়া, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররাও স্থান পাবেন ছবিতে।
জানা গিয়েছে, স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ। বায়োপিকের পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। বিক্রমাদিত্য মোতওয়ান পরিচালনা করবেন এই ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই খুব সম্ভবত বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। স্বাভাবিক ভাবেই ছবির অনেকটাই কলকাতায় শুটিং হবে।