আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো তে এসে এবার একাধিক অজানা কাহিনী জানালেন আমির।
একাধারে প্রযোজক, লেখক, অভিনেতা এবং পরিচালক আমির খানের বাবা মহম্মদ তাহির হুসেন। এই বলিউডি ব্যক্তিত্বই নাকি কখনোই চাননি তাঁর ছিল আমির অভিনেতা হোক। এমনকী আমিরের মা-ও চাননি। আমির বলেন, “আমার বাবা-মা, কাকা নাম করা চলচ্চিত্র নির্মাতা। কিন্তু সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের বিরুদ্ধে ছিলেন। এর একটাই কারণ। চলচ্চিত্র শিল্প খুব অস্থির”।
আমিরের অভিভাবক চেয়েছিলেন, ছেলে চাকরি করুক। তার কারণ একটাই, তা হল এই সিনেমা জগতের অনিশ্চয়তা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ সফল হবে কি না, কেউ জানে না।
আমির জানান, তাঁর এক বন্ধু একটি ছবির অফার করেন। সেখান থেকে অপর এক বন্ধুর ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে অভিনয় দেখে ‘ইয়াদোঁ কি বরাত’ ছবির প্রস্তাব যায় তাঁর কাছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।