ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন জয়া! শুধু এই কারণেই পিছিয়ে এলেন তিনি

Published on:

ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন জয়া! শুধু এই কারণেই পিছিয়ে এলেন তিনি

সম্প্রতি শুরু হয়েছে অমিতাভ বচ্চনের নাতনির শো ‘হোয়াট দ্য হেল নব্যা’। সেখানেই এসেছিলেন তাঁর দিদা জয়া বচ্চন ও মা শ্বেতা নন্দা। এই শো তে এসেই এবার অন্দরের কথা প্রকাশ করলেন জয়া। জানালেন নিজের জীবনের এক অজানা অধ্যায়ের কথা।

নতুন সিজনে মা ও দিদিমার সাক্ষাৎকার নিচ্ছিলেন নব্যা। বেশির ভাগটাই চুপ করেই কাটান শ্বেতা। বেশির ভাগ কথাই বলেছেন জয়া। এক এপিসোডে পারিবারিক বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি কেউ-ই। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলেন না জয়া বচ্চন।

   
 ⁠

জয়া বচ্চন বলেন, “আমার মনে আছে একটা সময় ছিল যখন আমি ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে না”।

  
 ⁠

অপরদিকে এই শোতে এসেছিলেন নব্যার ভাই অগস্ত্যও। সে জানায়, “আমি ছোট থেকে এমন মহিলাদের আমার পাশে পেয়েছি যাঁদের নিজেদের মতামত আছে। নিজের জীবনটা তাঁরা নিজেদের শর্তে বেঁচেছেন। আমার বড় হওয়াটা সে কারণেই অন্য ধরনের পরিবেশে হয়েছে। তাই আমার চিন্তাভাবনাও আলাদা”।