বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। তবে এবার শো করতে গিয়ে এমন এক ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে যে গায়ক নিজেও অবাক হয়েছেন। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অরিজিতের গান শুনে ভক্তরা ঠিক রাখতে পারেননা নিজেদের। আবেগাপ্লুত হয়ে পড়েন গায়কের গান শুনে। তবে এবার এক মহিলা ভক্ত এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে অবাক সকলে। গায়ক নিজেও হতবম্ব। একইসঙ্গে লাজুক হয়ে পড়লেন তিনি।
গান শুনতে শুনতে মহিলা পরনে ট্যাঙ্ক টপ খুলে ছুঁড়ে মারলেন গায়কের দিকে। সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়েছে।
কিছুদিন আগেও এক শোয়ে আচমকাই এক ব্যক্তি অরিজিৎ সিংয়ের কাছে এসে তাঁকে জাপটে ধরে চুমু খান। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে অবশ্য সামলে নেন গায়ক। তবে স্নেহের পরশ তাঁর মাথায় বুলিয়ে দেন। হাসিমুখে এই পরিস্থিতি সামলান তিনি।