অরিজিৎ সিং একবার বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে।জানা যায়, একবার সালমান খানের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং।এমন কি তার পরিনামও হয়েছিল খুব খারাপ।
একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুম হি হো গানের জন্য পুরস্কার নিতে উঠেছিলেন অরিজিৎ সিং। সেই সময় মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান খান। সলমন রসিকতা করে বলেন, “ঘুমিয়ে পড়েছিলে নাকি?” তার জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনিই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”এর পরই সলমনের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান বাদ পড়ে।
এদিকে সালমানের একের পর এক ছবি থেকে তার গান বাদ যাওয়ায় খানিকটা মুষড়ে পড়েছিলেন তিনি। শেষমেশ সমাজমাধ্যমে পোস্ট করে সলমনের কাছে ক্ষমা চান তিনি। অনুরোধ করেন, যাতে তাঁর গান ‘সুলতান’ থেকে বাদ না পড়ে। অরিজিৎ জানান, নিজের ব্যবহারের জন্য তিনি অনুতপ্ত। যদিও এই পোষ্টের পর তীব্র আপত্তি জানিয়েছিল তার অনুরাগীরা। পরে অবশ্য সেই পোস্ট মুছে দিয়েছিলেন অরিজিৎ।
তবে সোশ্যাল মিডিয়া ছাড়াও নাকি ম্যাসেজ করে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। গায়ক বলেন, “যখন তিনি আমাকে পুরস্কারটি দিয়েছিলেন, আমি তাঁর কানে ফিসফিস করে ‘সরি’ বলেছিলাম। সেখানে বেশি কিছু বলতে পারলাম না। আমি যখন মঞ্চ থেকে নামলাম, আমি আমার আসনও খুঁজে পেলাম না। তাই আমি শুধু দূরে হাঁটা শুরু করি।”
অরিজিৎ আরও বলেন, “সেই রাতে যখন আমি আমার ফ্লাইটে ছিলাম, আমি ঘটনাটি নিয়ে ভাবতে থাকি এবং এর জন্য দুঃখিতও হয়েছিলাম। কলকাতায় পৌঁছে তাঁকে মেসেজ করলাম। তিনি আমাকে আবার টেক্সট করে বলেছিলেন যে আমার এত আকস্মিকভাবে যাওয়া উচিত হয়নি। এবং আমার পুরস্কারকে অসম্মান করা উচিত নয়”।