হেলায় ফিরিয়েছিলেন ৫১ কোটি টাকার প্রস্তাব! গান গাওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত ছিল লতা মঙ্গেশকরের

Published on:

হেলায় ফিরিয়েছিলেন ৫১ কোটি টাকার প্রস্তাব! গান গাওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত ছিল লতা মঙ্গেশকরের

তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন। কিন্তু তা হলেও কখনোই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গান গাইতে যাননি তিনি।

এখন প্রায়ই দেখা যায় অনুষ্ঠান বাড়িতে গান গেয়ে মোটা টাকা উপার্জন করেন শিল্পীরা। এমন প্রস্তাব এসেছিল লতা মঙ্গেশকরের কাছেও। কিন্তু তিনি হেলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আর এই ঘটনার কথা জানিয়েছিলেন তাঁর বোন আশা ভোঁসলে।

   
 ⁠

একবার এক অনুষ্ঠানে আশা ভোঁসলে বলেন, এক বিয়ে বাড়িতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকরকে ৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন লতা।

  
 ⁠

আশা ভোঁসলে বলেছিলেন, “লতাদিদিকে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ান ডলার দিলেও গাইব না।”