বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অপপটে বলে ফেলেন তিনি। এবার সিঁদুর পড়া ছবি দিতেই সমালোচনার ঝড় উঠল।
সম্বন্ধ করে ১৯৯৮ সালে বিয়ে হয়েছিল স্বস্তিকা ও শিল্পী প্রমিত সেনের সঙ্গে। তাঁদের একটি মেয়েও রয়েছে। কিন্তু সেই সংসারের স্থায়িত্ব বেশিদিন হয়নি। সম্পর্কের অবনতি হওয়ায় সংসার ছেড়ে চলে আসেন স্বস্তিকা।
তারপরেও বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু সেই সম্পর্ক থেকেও বেরিয়ে এসেছেন। নিজের মত করেই জীবন কাটাচ্ছেন। তাঁর শাঁখা-পলা পরিহিতা পোস্ট দেখে কটাক্ষকারী যখন একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন, ঠিক তখনই স্বস্তিকা বললেন, “শ্যুটিং বলে একটা কাজ আমি করি। এবং আমি বিবাহিত”।
মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন স্বস্তিকা। বেছে নিতে দিয়েছেন পছন্দের কেরিয়ার। ২৪ বছর বয়সী অন্বেষা মুম্বই থেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ব্রিটিশ যুক্তরাজ্যে সাইকোলজি নিয়ে মাস্টার্স করছেন।