রণবীরের স্ত্রী নয়, বরং এই পরিচয়েই নিজেকে সকলের সামনে তুলে ধরতে চান আলিয়া

Published on:

রণবীর কি সত্যিই গসিপ কিং? অবশেষে স্বামীর গোপন অভ্যাস নিয়ে মুখ খুললেন আলিয়া

রণবীরের স্ত্রী নয়, বরং তিনি সবার আগে রাহার মা। মেয়েই অগ্রাধিকার পায় তাঁর জীবনে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আলিয়া ভাট। তাকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে চান না তাঁরা। তবে এবার অভিনয়, সংসারের পাশাপাশি নতুন এক বিষয়কে বেছে নিলেন আলিয়া।

এবার কলম ধরলেন আলিয়া ভাট। বই লিখে ফেললেন আলিয়া ভাট। ছোটদের ছবি বই। নিজের মেয়েকে সেই বই পড়াতেই দেখা যায় তাঁকে। বইয়ের ছবি পোস্ট করে একটি দীর্ঘ ক্যাপশন লিখেছেন তিনি। শুভ কামনা প্রার্থনা করেছেন।

   
 ⁠

একবার আলিয়া জানিয়েছিলেন, “মেয়ের জন্মের পরই আমরা একটি সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনও। রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এ ভাবেই পরিকল্পনা করে রেখেছি”।

  
 ⁠

আলিয়ার সংযোজন, “আমিও তো ভাল মা হতে চাই! তবে রাহার জন্মের পর থেকে সারা ক্ষণ দুশ্চিন্তা হয়। যা-ই করি, মনে হয়, আমার সন্তানের এতে ভাল হবে তো! শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ওকে আমরা আমাদের সেরাটা দেব। বাকিটা ঈশ্বরের উপর”।