বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সুশান্তকে নিয়ে পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং। কখনও স্মৃতি রোমন্থন আবার কখনও রিয়াকে আক্রমণ একাধিক বিষয় উঠে এসেছে তাঁর পোস্টে। এবারেও এক বিস্ফোরক কথা জানালেন শ্বেতা।
২০১৬ সালে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ টেনে শ্বেতা বলেন, “ছবিটা দুর্দান্ত হিট হয়। কিন্তু বলিউডের কেউ এ নিয়ে উচ্চবাচ্য করেনি। কারণ একজন বিখ্যাত অভিনেতার ছেলের একটি সিনেমাও সেই সময় রিলিজ হয়েছিল”।
শ্বেতা বলেন, “কেউ সুশান্তর সিনেমার দিকে ফিরেও তাকায়নি। ও একদম শিশুর মতো। ভাল কিছু করলে, লোকে চায়, সবাই তার প্রশংসা করুক। সুশান্তও চাইত। বলিউড কখনওই ওকে গ্রহণ করেনি। আমাদের মধ্যে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। সেই সিনেমাটা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি”।
চার বছর কেটে গেলেও এখনও অধরা সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য। এই নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছে তাঁর পরিবার। শ্বেতার দাবি, “কী অবস্থায় ভাইয়ের দেহ উদ্ধার হয়েছিল, আমি জানি না। সেদিন ঠিক কী হয়েছিল, কেন মরতে হল ভাইকে, তথ্য প্রমাণ দিয়ে সিবিআই আমাদের জানাক। সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি। আমরা সিবিআই তদন্ত নিয়ে আজও আশাবাদী”।