কোনও লিঙ্কে ক্লিক করবেন না! সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্ক করলেন অনুরাগীদের

Published on:

কোনও লিঙ্কে ক্লিক করবেন না! সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্ক করলেন অনুরাগীদের

প্রায় দুই দশক ধরে সঙ্গীত জগতে দাপিয়ে বেড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল। তাঁর দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মধ্যে। কিন্তু সেই জনপ্রিয়তা শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নয়। সেই জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছাপ ফেলেছেন তিনি। এবার সাইবার অপরাধের শিকার হলেন গায়িকা।

শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এদিন শ্রেয়া ঘোষাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে একথা জানান। গায়িকা লেখেন, “হ্যালো বন্ধু এবং ভক্তরা। আমার টুইটার / এক্স অ্যাকাউন্ট গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড হয়ে পড়ে আছে। আমি সব কিছু চেষ্টা করেছি আমার সাধ্য মতো। এক্স টিমের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু দুই একটা অটো জেনারেটেড রেসপন্স ছাড়া কিছুই পাইনি”।

   
 ⁠

বহু চেষ্টা করেও তিনি সমস্যার সমাধান করতে পারেননি বলে জানান। বলেন, “আমি আমার অ্যাকাউন্টটি ডিলিটও করতে পারছি না কারণ আমি লগ ইন করতে পারছি না আর”। অনুরাগীদের সতর্ক করে তিনি বলেন, “দয়া করে কেউ কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা কোনও মেসেজে বিশ্বাস করবেন না আমার ওই অ্যাকাউন্ট দিয়ে যদি কিছু লেখা হয়। ওগুলো সব ভুয়ো বা ফিশিং লিঙ্ক। আমি ব্যক্তিগত ভাবে ভিডিয়ো পোস্ট করে আপডেট করব যখন অ্যাকাউন্টটি রিকোভার করতে পারব”।

  
 ⁠

মাত্র ১২ বছরে সারেগামাপা প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এর পরেই একের পর এক সাফল্য। সঞ্জয় লীলা বানসালির ছবিতে প্রথম গান গাওয়া। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।