অনবরত কাঁদতাম, ভেঙে পড়তাম! কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কী হয়েছিল দীপিকার?

Published on:

অন্তঃসত্ত্বা অবস্থায় দারুন সমস্যায় পড়েছিলেন দীপিকা! সেই সময় তাঁকে উদ্ধার করলেন কে?

এখন প্রায়ই শিরোনামে উঠে আসছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি ক্লিপিংস। সেখানে বলতে শোনা যাচ্ছে অভিনেত্রীকে তিনি ছোট থেকেই এক জায়গায় স্থির হয়ে বসতে পারেন না। কিছু না কিছু তাকে সর্বক্ষণ করতেই লাগে।

২০১৪ সালে এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছিলেন দীপিকা। একমাত্র মা বাবা ছাড়া কেউই জানতেন না তাঁর এই সমস্যার কথা। নিজেকে লুকিয়ে রাখতেন তিনি। কাজ করলেও মন বসাতে পারতেন না।

   
 ⁠

অভিনেত্রী জানান, প্রায়ই ক্লান্ত লাগত। বহু পরীক্ষানিরীক্ষা করিয়েছিলাম। কিন্তু কয়েক সপ্তাহ পরে বুঝলাম, কোনও পরিবর্তন হচ্ছে না। পেটের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি হত। অনবরত কাঁদতাম। ভেঙে পড়তাম। নিজেকেই যেন আর চিনতে পারছিলাম না।

  
 ⁠

সেই সময় তিনি মায়ের পরামর্শ মত মনোবিদের কাছে যান। জানতে পারেন, আতঙ্ক ও অবসাদ তাঁর উপর জাঁকিয়ে বসেছে। পরে এই বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন দীপিকা। কিন্তু সেই সময়ে লুকিয়ে লুকিয়ে মনোবিদের কাছে যেতেন তিনি।