বাড়ির তৈরি গোলাপ জল, ফেস প্যাকেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা! রইল বানানোর পদ্ধতি

Published on:

বাড়ির তৈরি গোলাপ জল, ফেস প্যাকেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা! রইল বানানোর পদ্ধতি

দোকান থেকে কেনা গোলাপজল কি সহ্য হয় না? আবার বাইরের দোকানের কেনা ফেসপ্যাকেরও দাম অনেক। কিন্তু এই দুটো জিনিসই যদি ঘরোয়া ভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে সমস্যার সমাধান হবে চুটকিতেই। একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে রূপচর্চা করা যাবে নিমিষেই।

বাড়িতেই গোলাপের পাপড়ি দিয়ে নানা রকম ফেসপ্যাক এবং গোলাপজল তৈরি করা যেতে পারে। এইজন্য প্রথমেই বেশ কিছু গোলাপের পাপড়ি লাগবে। সেই গোলাপের পাপড়ি গুলোকে জলের মধ্যে দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর জল ফুটে গেলে, জলটিকে ছাকনিতে ছেকে ঠান্ডা করে নিন।

   
 ⁠

ওই ঠান্ডা জল একটা শিশির মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিন। রোদে বেরোনোর সময় কিংবা বাইরে থেকে ঘরে ফিরে টোনার হিসেবে এই জল ব্যবহার করতে পারেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই গোলাপজল দারুন কাজ করবে। ত্বককে রাখবে একেবারে তরতাজা।

  
 ⁠

এছাড়াও গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা যেতে পারে ফেসপ্যাক। তার জন্য প্রয়োজন সামান্য পরিমাণ বেসন। তাতে মেশাতে হবে অল্প পরিমাণে দুধ। এবার ঘরে তৈরি ওই গোলাপজল এই বেসন এবং দুধের মধ্যে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নেওয়া যেতে পারে। রোদে ত্বক পুড়ে গেলে তা উজ্জ্বল করতে এই ফেসপ্যাক দারুন কাজে আসবে। এছাড়াও নারকেল তেলের সঙ্গে গোলাপের পাপড়ি মিশিয়ে সেই তেল খানিকটা ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে গায়ে হাতে পায়ে মেখে নিলে ত্বকের রুক্ষতা দূর হবে।