রবিবার বন্ধ নন্দন! বাতিল একের পর এক শো

Published on:

রবিবার বন্ধ নন্দন! বাতিল একের পর এক শো

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। ইতিমধ্যেই একগুচ্ছ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, রবিবার মধ্য রাতে ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের। কিন্তু তার আগে থেকেই ভারী বৃষ্টি শুরু হবে কলকাতা সহ সংলগ্ন জেলায়। তাই রবিবার সব শো বাতিল করল নন্দন কর্তৃপক্ষ।

নন্দন ১ এবং নন্দন ২ মিলিয়ে তিনটি করে মোট ছ’টি ছবি চলছে। তালিকায় ‘আলাপ’, ‘দাবাড়ু’, ‘নয়ন রহস্য’, ‘এটা আমাদের গল্প’, ‘তাহাদের কথা’, ‘মির্জা’। প্রতিটি ছবিই আগাম হাউসফুল। কিন্তু বিপর্যয়ের কথা ভেবেই শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি রাধা স্টুডিওর শো বাতিল করা হয়েছে।

   
 ⁠

নন্দন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ওই হলে চলতে থাকা সিনেমার পরিচালকরাও। আলাপ ছবির পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী জানান, সাধারণের মুখ চেয়ে একটি দিনের ক্ষতি মেনে নিতে হবে। দর্শক আমাদের লক্ষ্মী। জনজীবন স্বাভাবিক থাকলে সব ক্ষতি পুষিয়ে যাবে।

  
 ⁠

স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই ২৪ পরগণায় দাপট দেখাবে ঘূর্ণিঝড় রিমেল। সমুদ্রেই প্রবল আকার নেবে ঘূর্ণিঝড় রিমেল।