গড়গড়িয়ে বাংলা বলছে দেবী! ভাইরাল বিপাশা কন্যার কথা বলার ভিডিও

Published on:

গড়গড়িয়ে বাংলা বলছে দেবী! ভাইরাল বিপাশা কন্যার কথা বলার ভিডিও

মা বাঙালি বাবা পাঞ্জাবি। স্বভাবতই বাড়িতে বাংলা কথার চল রয়েছে। আর সেই শুনে শুনে বাংলা ভাষা রপ্ত করে ফেলেছে ছোট্ট দেবী। বিপাশা বসু করণ সিং গ্রোভারের একমাত্র কন্যা দেবীকে শোনা গেল বাংলায় কথা বলতে। আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

দুই বছরের ছোট্ট দেবী এখন অনেক কথা বলতে শিখেছে এমনকি সে বাংলাতে কথা বলে, বলেও জানালেন বিপাশা৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন বিপাশা ও করণ৷ মায়ের কোলে ছিল দেবী।

   
 ⁠

তার ছবি তুলতে ব্যস্ত ছিল প্যাপারাৎজিরা৷ মায়ের কোলে চুপচাপ ছিল ছোট্ট দেবী৷ তাকে অনেক প্রশ্ন করা হলেও সে স্পিকটি নট । বিপাশা জানিয়েছেন যে অল্প অল্প কথা বলেতে শিখেছে। বাংলাও রপ্ত করেছে ছোট্ট দেবী।

  
 ⁠

২০২২সালের নভেম্বরে জন্ম হয়েছে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবীর। এখন মেয়েকে নিয়ে খুশির মহল তাঁদের পরিবারে। সারাক্ষণই প্রায় তাদের সময় কাটছে এই একরত্তিকে ঘিরে। কিন্তু মেয়ের জন্মের পর সময় টা এত মসৃণ ছিল না। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিপাশা বসু।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, যখন দেবীর মাত্র তিন দিন বয়স তখন তারা জানতে পারেন তাঁদের মেয়ের হার্টে দুটো ফুটো রয়েছে। এমনকি সেটি অপারেশনই করতে হবে। এই শুনে স্বাভাবিক ভাবেই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর তিনমাস বয়সে দেবীর অপারেশন হয়।