পরিচালকের সাহায্য পাওয়া মানে কোনও কিছুই কঠিন নয়! নেপোকিডদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ঐশ্বর্যর

Published on:

ছিঃ! আপনার থেকে বাকিরা কী শিখবে? ধিক্কার জানিয়ে আইনি নোটিশ ঐশ্বর্যকে

নিজের ক্ষমতায় আজ বলিউডে জায়গা করে নিয়েছেন ঐশ্বর্য রাই। তাঁর কোনও গড ফাদার ছিল না সেই অর্থে। কিন্তু আজকালকার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর বাবা মাও তারকা হওয়ায় তাঁদের বলিউডের জুতোয় পা গলাতে অসুবিধে হয় নি। এবার এই নিয়েই আলিয়ার সম্বন্ধে মন্তব্য করলেন ঐশ্বর্য রাই।

বরাবরই সমালোচনা বিতর্ক থেকে দূরে থাকেন ঐশ্বর্য। তবে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আলিয়ার অভিনয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই মন্তব্যের পর কেউ কেউ সেই কথাকে সমর্থন করেছেন আবার কেউ বলছেন ঐশ্বর্য এমন ভাবে বলতে পারেন তা যেন বিশ্বাসই হচ্ছে না।

   
 ⁠

ঐশ্বর্য বলেন, “আলিয়াকে আমি বলেছি, করণ যে ভাবে তোমায় সাহায্য করে তা সত্যিই দারুণ। কারণ করণের সহায়তা শুরু থেকে পাওয়া মানে কোনও কিছু কঠিন নয়। বহু সময় ধরে সব কিছু ঠিকঠাক চলবে। ও আমার কথা শুনে হেসেওছে। একজন অভিনেতা হিসেবে তুমি যদি উপলব্ধি করো তোমার সামনে শুধুই ভাল সুযোগ অপেক্ষা করছে তবে এর থেকে ভাল আর কী বা হতে পারে”।

  
 ⁠

ঐশ্বর্যর কথায়, “একটাই জিনিস ভাল লাগে যে, আলিয়া নিজেও ভাল কাজ করছে। ভাল সুযোগ পাচ্ছে তাই বা কত জন পায়”। এই কথার মধ্যে দিয়ে আলিয়াকে নেপোকিড হিসেবে খোঁচা দিতে ছাড়েননি ঐশ্বর্য।