ভয়ঙ্কর রোগের শিকার দীপিকা! অন্তঃসত্ত্বা অবস্থাতেও করে যেতেন এই কাজ

Published on:

ভয়ঙ্কর রোগের শিকার দীপিকা! অন্তঃসত্ত্বা অবস্থাতেও করে যেতেন এই কাজ

এখন প্রায়ই শিরোনামে উঠে আসছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি ক্লিপিংস। সেখানে বলতে শোনা যাচ্ছে অভিনেত্রীকে তিনি ছোট থেকেই এক জায়গায় স্থির হয়ে বসতে পারেন না। কিছু না কিছু তাকে সর্বক্ষণ করতেই লাগে।

পুরনো ভাইরাল হওয়া এক ক্লিপিংসে দীপিকা বলছেন, তার ওসিডি রয়েছে। এই ওসিডির পুরো কথা হল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এর জন্য যাঁদের ওসিডি থাকে, তাঁদের মধ্যে খুব গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়। এর কারণ, তাঁর ভয় পান যে প্রয়োজনের সময় নাকি তাঁরা বিভিন্ন জিনিস খুঁজে পাবেন না। সবসময় সমস্ত জিনিস নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়।

   
 ⁠

দীপিকা জানান তার এই অভ্যেস অনেক ছোট থেকেই। তিনি বাড়িতে সারাক্ষণই ঘর গুছিয়ে চলেছেন। এমনকি বন্ধুর বাড়িতে গিয়েও তিনি ঘর গুছিয়ে দিয়ে এসেছেন। এই কাজ করে তিনি মানসিক শান্তি পান বলেও জানান। আর এই কারণেই নাকি তাকে সকলে আমন্ত্রণ জানাতে বাড়িতে।

  
 ⁠

দীপিকা পাড়ুকোনের পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও রোহিত শেট্টির নতুন ছবি ‘সিংহম আগেইন’ ছবির শুটিং করে গিয়েছেন তিনি জোর কদমে। সেখানেই ক্যামেরা বন্দী হয়েছিলেন তিনি।