আমরা গরু ছাগল নাকি, অভিনয় সহজ নয়! ইন্ডাস্ট্রি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বর্ষিয়ান অভিনেত্রী

Published on:

আমরা গরু ছাগল নাকি, অভিনয় সহজ নয়! ইন্ডাস্ট্রি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বর্ষিয়ান অভিনেত্রী

অভিনয় করেছেন একঝাঁক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীর সঙ্গে। নিজেও অভিনয়ে যথেষ্ট পারদর্শী ছোটপর্দায় রীতিমত দাপিয়ে বেড়িয়েছেন।মাসখানেক আগেও তাঁকে দেখা গিয়েছিল সিরিয়ালে। কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না রত্না ঘোষালকে। কোথায় হারিয়ে গেলেন তিনি?

একরাশ অভিমান নিয়ে দূরে সরেছেন টেলিজগৎ থেকে। তাঁকে একেবারেই পাওয়া যাচ্ছে না কোনও সিনেমা-সিরিয়ালে। একগুচ্ছ অভিমান মনের মধ্যে পুষে রেখেছেন সিনিয়র অভিনেত্রী। নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন এক ইউটিউব চ্যানেলকে।

   
 ⁠

রত্না ঘোষালকে কাস্ট করা হয়েছে বহু বাংলা ছবিতে। স্বর্ণযুগ পরবর্তী সময়েও তিনি অভিনয় করেছেন বিভিন্ন বাণিজ্যিক বাংলা ছবিতে। উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন। সিরিয়ালেও দেখা যাচ্ছিল তাঁকে কিছুদিন আগে পর্যন্ত।

  
 ⁠

এক ইউটিউব চ্যানেলকে তিনি জানান, “আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে ‘গুড মর্নিং’ বলতে হয়। তারপর টেকনিশিয়ানদের ‘গুড মর্নিং’ বলতে হয়। যখন আমি ফ্লোরে ঢুকে ডিরেক্টরকে সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন সহ্য করব”।

তাঁর সাফ বক্তব্য, “আমরা কি গরু-ছাগল নাকি! অভিনয় কিন্তু সহজ জিনিস নয়। এর জন্য একটা অধ্যবসায় লাগে। প্রস্তুতি লাগে। চরিত্রকে বুঝতে লাগে। ফিল করতে হয়। এখনকার কাজের পরিবেশের সঙ্গে আমি কিছুতেই মানিয়ে নিতে পারি না। আমার কাজ করতেও ইচ্ছে করে না”।