মিসেস কোহলি ডাকে বিরক্ত হচ্ছেন অনুষ্কা? তাহলে কি এই ডাকে প্রবল আপত্তি তার?

Published on:

মিসেস কোহলি ডাকে বিরক্ত হচ্ছেন অনুষ্কা? তাহলে কি এই ডাকে প্রবল আপত্তি তার?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, এই এই জুটির প্রেমে মুগ্ধ বিভিন্ন মহল। এই স্বাভাবিকভাবেই বিরাট পত্নীকে মিসেস কোহলি বলে ডাকা হয়। কিন্তু কিছুদিন ধরেই জল্পনা উঠেছে, মিসেস কোহলি ডাকে বিরক্ত হচ্ছেন অনুষ্কা? তাহলে কি এই জুটির সম্পর্ক ভাঙ্গনের পথে? এখন এই ধরনের জল্পনাই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে রেড কার্পেটে ছবি তুলছেন অনুষ্কা শর্মা। তখনই তাকে ফটোগ্রাফাররা মিসেস কোহলি বলে সম্বোধন করতে থাকেন। আর তাতেই অত্যন্ত বিরক্ত হন অভিনেত্রী। এরপরেই জল্পনা ওঠে তাহলে কি এই ডাকে প্রবল আপত্তি তার?

   
 ⁠

তবে আসল বিষয়টি অন্য জায়গায়। যখন সবাই মনে করছে মিসেস কোহলি ডাকে আপত্তি রয়েছে অভিনেত্রীর তখন তিনি বিষয়টি পরিষ্কার করে দেন। তিনি বলেন এই অতিরিক্ত চিৎকারের জন্য তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। তাঁর শর্তেও হাসি মুখে ছবি তুলে তিনি সেখান থেকে চলে যান। আসলে ‘মিসেস কোহলি’ ডাকটির জন্য নয় চিত্রগ্রাহকদের ওই প্রবল চিৎকারের জন্য বিরক্ত হন অনুষ্কা। ফলে এ আশঙ্কা সত্যি নয়।

  
 ⁠

২০১৭ সালের বিয়ে হয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। পাঁচ বছরে তাদের দাম্পত্য জীবনে সবসময় প্রেম ছিল ভরপুর। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সমস্ত রকম উৎসব অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাদের মিষ্টি ছবি সব সময় প্রকাশ্যে আনেন তাঁরা।