ভাগ্যিস রাম তেরি গঙ্গা মইলি’তে অভিনয় করিনি, শাপে বর হল! হঠাৎ এমন কেন বললেন রামায়ণের সীতা?

Published on:

ভাগ্যিস রাম তেরি গঙ্গা মইলি'তে অভিনয় করিনি, শাপে বর হল! হঠাৎ এমন কেন বললেন রামায়ণের সীতা?

‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে স্নানের সাহসী দৃশ্যে অভিনয় করে বহু পুরুষের ঘুম উড়িয়েছিলেন মন্দাকিনী। সেই সময় সেন্সেশন হয়ে উঠেছিলেন তিনি। তার ওই দৃশ্য তোলপাড় হয়েছিল বহু পুরুষ হৃদয়। কিন্তু এই দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলেন রামানন্দ সাগরের রামায়ণের জনপ্রিয় চরিত্র সীতা ওরফে দীপিকা চিখালিয়া।

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে রাজ কাপুরের কাছে গিয়েছিলেন দীপিকা। অনুরোধ করেছিলেন, যাতে তাঁকে কাস্ট করা হয়। কিন্তু অল্প বয়স হয় পরিচালক তাঁকে ফিরিয়ে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আমার সঙ্গে দেখা করলেন এবং আমার বয়স জিজ্ঞেস করলেন। আমার বয়স ১৭ বছর জানার পর তিনি আর আমাকে নিলেন না। আমার আর ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে অভিনয় করা হল না”।

   
 ⁠

পরে ছবির ওই সাহসী দৃশ্য দেখে তিনি জানান, “আমি অভিনয় করিনি ভাগ্যিস। এতে আমার শাপে বর হল। আমাকে ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে কাস্ট করলে কোনওদিনও ‘রামায়ণ’-এর সীতা করা হত না আমার”।

  
 ⁠

প্রসঙ্গত, ১৯৮৫ সালে মুক্তি পায় এই ছবি। মন্দাকিনীর এটি প্রথম ছবি। রাম তেরি গঙ্গা মাইলি ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল রাজীব কাপুরকে। ছবিটি পরিচালনা করেছিলেন রাজ কাপুর। সেই সময় এই ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্য ছিল যা ঘিরে তখন শুরু হয়েছিল বিতর্ক।