ধুমধাম করে কয়েক লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কিছুদিন পর থেকেই মেয়েকে মানসিক ও শারীরিক অত্যাচার করতো, শ্বশুর বাড়ির লোকজন। বাবাকে সে কথা জানিয়েছিলেন মেয়ে। প্রথমদিকে মানিয়ে নেওয়ার কথা বললেও পরে অশান্তি এতটাই চরমে উঠলো যে বাবা এমন কাজ করলেন যা দেখে তাজ্জব বনে গেল গোটা দুনিয়া।
বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের শ্বশুরবাড়িতে অশান্তি হলে বাবার বাড়ি থেকে বলা হয় মানিয়ে নেওয়ার জন্য। কোন ক্ষেত্রে কেউ কেউ মানিয়ে নিয়ে টিকে যান, আবার কোন ক্ষেত্রে সংসারে ভাঙ্গন ধরে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ মানিয়ে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু এক্ষেত্রে মেয়ের যাতে কোনরকম ক্ষতি না হয় সেজন্য বাবা এমন কাজ করলেন যা দেখে অবাক সকলেই।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আতশ বাজি, ব্যান্ড পার্টি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয়েছেন বাবা। সেখান থেকে আড়ম্বরপূর্ণভাবে জাঁকজমক করে মেয়েকে ফিরিয়ে আনছেন তিনি। মেয়ে যাতে একাকীত্বে না ভোগে তার জন্য বাবার এই প্রাণপাতকে স্যালুট জানিয়েছেন নেটপাড়ার সকলেই।
এই ঘটনার পর মেয়ে সাক্ষী জানিয়েছে, ‘অত্যাচারে জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। বাবার এমন সাপোর্ট আমাকে নতুন করে বাঁচার উৎসাহ জুগিয়েছে’। এই গোটা ঘটনা নিয়ে পাল্টা ফেসবুকে পোস্ট করেছেন সাক্ষীর বাবা প্রেম গুপ্ত। তিনি লিখেছেন, “আমরা আমাদের মেয়েদের ধুমধাম করে বিয়ে দিই, কিন্তু যদি স্বামী, এবং পরিবার তার ওপর অত্যাচার করে। আমাদের মেয়েদের সম্মানের সঙ্গে আমাদের বাড়িতে ফিরিয়ে আনা উচিত। কারণ মেয়েরা বাবাদের কাছে খুব মূল্যবান”।