শাহরুখ খান ও সালমান খানের সম্পর্কের তিক্ততার কথা সবার জানা। কিন্তু সম্প্রতি সেই তিক্ততা কাটিয়ে আবার মিল হয়েছে দুজনের। একজনকে অপরজনের ছবিতে দেখা যাচ্ছে অতিথি শিল্পী হিসেবে। এমনকি একে অপরের বাড়িও যাচ্ছেন মাঝে মাঝে। এবার নিজেদের বন্ধুত্ব নিয়ে প্রতিক্রিয়া দিলেন সালমান খান।
টাইগার ৩ তে পাঠান রূপী শাহরুখের আবির্ভাব দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। আবার শাহরুখের ‘পাঠান’-এর এক দৃশ্যে ‘টাইগার’ হয়ে উপস্থিত হয়েছিলেন সলমন। কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব যে নিখাদ এবার সেই দাবিই করে বসলেন ভাইজান।
সালমান এক সাক্ষাৎকারে বলেন, “ওর সঙ্গে থাকলে মনেই হয় না শ্যুট বা কাজ করছি। আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি। কাজের পর সময় কাটাই। ও ওর বাড়ি চলে যায়। আমি আমার বাড়ি চলে যাই। পর দিন এসে আবার কাজ করি”। নিজেদের বন্ধুত্বকে জয় বীরুর সঙ্গে তুলনা করে সালমান আরও বলেন, “টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু”।
পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখে উল্লাসে ফেটে পড়ে দর্শক। নস্টালজিয়া উস্কে দেয় তাঁদের রসায়ন। বলিউডের দুই কাণ্ডারি শাহরুখ খান ও সালমান খান। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। এদিন সেই কথাই আরও একবার বললেন ভাইজান।