হতাশ হয়ে দিশেহারা হয়েছিলেন করণ জোহর! শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে রক্ষা করেছিলেন সালমান, ঠিক কী ঘটেছিল সেদিন?

Published on:

হতাশ হয়ে দিশেহারা হয়েছিলেন করণ জোহর! শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে রক্ষা করেছিলেন সালমান, ঠিক কী ঘটেছিল সেদিন?

সালমান খান এবং করণ জোহরের বন্ধুত্ব সর্বজন বিদিত। একে অপরকে নিয়ে কথা বলতে গেলেই নস্টালজিক হয়ে পড়েন। বারবার ফিরে ফিরে যান পুরনো দিনের কথায়। সম্প্রতি পরিচালকের একটি পোস্ট ভাইরাল হয়েছে সেখানেও দেখা গিয়েছে পুরোনো দিনের কথাই মনে করেছেন তিনি।

করণ জোহর লিখেছেন, “একটা পার্টিতে এক কোণে দাঁড়িয়েছিলাম। এক জন বড় তারকা এসে কারণটা জানতে চেয়েছিলেন। আমি তখন ওঁকে বলি, যে বহু অভিনেতার কাছ থেকে একটা চরিত্রের জন্য হতাশ হয়ে ফিরে এসেছি”। আজ থেকে ২৫ বছর আগে পরিচালকের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়-তে দেখা গেছে সালমানকে।

   
 ⁠

করণ আরও লেখেন, ‘‘অনেক প্রার্থনা করে ওঁর কাছে গিয়ে ছবির প্রথমার্ধটা শোনালাম। তৎক্ষণাৎ উনি বললেন, ‘আমি ছবিটা করব এই ছবির দ্বিতীয়ার্ধে সলমনের প্রবেশের কথাজানা সত্ত্বেও সলমন রাজি হন”। সালমান নাকি এরপর করণকে বলেন, “আমি তোমার বাবাকে ভালবাসি এবং এই ছবিটা না করলে আমার বোন হয়তো আমাকে মেরে ফেলবে”।

  
 ⁠

একইসঙ্গে জানা গিয়েছে, আগামী বছর ‘দ্য বুল’ ছবিতে অভিনয় করবেন সলমন। ‘শেরশাহ’ ছবির পরিচালক বিষ্ণুবর্ধন নাকি ছবিটি পরিচালনা করবেন। তবে এই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালকের পোস্টেও। তিনি লিখেছেন, “২৫ বছর পর আমরা আবার এক সঙ্গে কাজ করতে চলেছি। তবে এখনই এই বিষয়ে আর কিছু বলতে চাই না”।