ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা! ফিরে এসেছিলেন স্ত্রীর ভালোবাসার টানেই

Published on:

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা! ফিরে এসেছিলেন স্ত্রীর ভালোবাসার টানেই

দুধ সাদা জামা-প্যান্ট পড়ে যখন পর্দার সামনে এসে দাঁড়াতেন তখন মুগ্ধ হত গোটা দর্শক মহল। তারপর যখন শুরু করতেন নিজের স্টাইলে নাচ তখন তো আর কথাই নেই।আটের দশকে তাঁর অভিনয় আর নৃত্যশৈলি আপামর দর্শকের হৃদয় জয় করে নিয়েছিল।

অভিনয়ের পাশাপাশি পুরোদমে ফ্যামিলি ম্যান জিতেন্দ্র এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন, একবার ভয়ংকর বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। কিন্তু বেঁচে ফিরে এসেছেন একমাত্র তাঁর স্ত্রীর ভালোবাসার টানে। তাঁর প্রতি তাঁর স্ত্রীর ভালোবাসাই তাঁকে ফিরিয়ে নিয়ে এসেছে।

   
 ⁠

কী হয়েছিল সেদিন? অভিনেতা জানিয়েছেন, সালটা ছিল ১৯৭৬। সেই বছরই চেন্নাই যাওয়ার কথা ছিল তাঁর। সেই বছর ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমানে দুর্ঘটনা ঘটেছিল। ৯৬ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।বিমান ছাড়ার সময় ছিল সন্ধ্যা সাতটা। কিন্তু, বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন দুঘণ্টা দেরিতে ছাড়বে। সেই দিনই আবার করওয়া চৌথের অনুষ্ঠান। তাই ভেবেছিলেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে রীতি পালন করবেন।

  
 ⁠

এরপর তিনি স্ত্রীকে ফোন করে বিমান দেরি করে ছাড়ার কথা জানান। এরপর অভিনেতা জানান, “বাড়ি ফিরে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি আগুনের গোলার মতো কিছু একটা নীচের দিকে নেমে আসছে। বিমানবন্দরের দিক থেকেই আগুনটা আসছিল। আমার টিকিটও তো ছিল। কারণ করওয়া চৌথের অনুষ্ঠান সেরে আমার ফিরে যাওয়ার কথা ছিল। মোট ১৭১ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। কিন্তু, মাঝপথে দুর্ঘটনা ঘটে। জিতেন্দ্রর কো স্টার রানি চন্দ্র মারা যান।”

আটের দশকে বলিউডে একাধিক হিট উপহার দিয়েছেন দর্শককে। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। পেশার কারণে বেশ কয়েক মাস একটানা সাউথে থাকতে হতো সুপারস্টার জিতেন্দ্রকে। সেই সময় উইকএন্ডে শোভা তাঁর দুই ছেলে মেয়ে তুষার কপুর ও একতা কপুরকে নিয়ে সেখানে আসতেন।