প্রথম ছবি সুপার ফ্লপ! জিৎকে খরচার খাতায় ফেলে দিয়েছিলেন পরিচালক থেকে প্রযোজকরা

Published on:

প্রথম ছবি সুপার ফ্লপ! জিৎকে খরচার খাতায় ফেলে দিয়েছিলেন পরিচালক থেকে প্রযোজকরা

এখন জিতের ছবি মানেই বক্স অফিস হিট। তার ছবি রিলিজ এর আগে থেকেই উন্মাদনা শুরু হয়ে যায় শহরজুড়ে। হলে হলে ছবিতে মালা পরানো থেকে শুরু করে ফ্যান ক্লাবদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। তবে এই নায়কের ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু ছবিটা এইরকম ছিল না। বরং একের পর এক ছবি ফ্লপ হওয়ায় খানিকটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতেই বহু ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল জিৎ মাদনানীকে। একের পর এক ছবি যখন তার ফ্লপ হচ্ছিল তাকে প্রায় খরচার খাতায় ফেলে দিয়েছিলেন পরিচালক থেকে প্রযোজকরা। আত্মবিশ্বাস একেবারে ভেঙে গিয়েছিল । কাটাতে হয় বহু নিদ্রাহীন রাত।

   
 ⁠

জিতের প্রথম তেলেগু ছবি ছিল সুপার ফ্লপ। এরপর ২০০১ সালে কলকাতায় ফিরে এসে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সাথীতে অভিনয় করেন তিনি। আর এর পরেই শুরু হয় জিতের ক্যারিয়ারের গ্রাফের উর্ধ্বমুখীতা। সাথীতে অভিনয় করার পর অভিনেতাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের।

  
 ⁠

নিজের ক্যারিয়ারের ব্যর্থতা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, “কেরিয়ার শুরুতে বহু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। এক টেলিভিশন শো থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ আমি পারফর্ম করতে পারিনি। এরপর এক তেলুগু ছবিতে অভিনয় করি। কিন্তু সেই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়।”