অনেক সময়ই কাজ করতে গিয়ে সিনিয়র আর্টিস্টদের কাছে জুনিয়র আর্টিস্টদের কথা শুনতে হয়। এমনকি ভুল হলে বকাও দেন তারা। রেষারেষির জেরও অশান্তি হয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। কিন্তু ৯০ এর দশকে দুই জনপ্রিয় নায়ক নায়িকার মধ্যে এমনই বাগবিতণ্ডা হয়েছিল যার জেরে ভাসিয়েছিলেন নায়িকা।
৯০ এর দশকে জনপ্রিয় নায়ক আমির খান আর অপরদিকে বলিউড কাপানো নায়িকা দিব্যা ভারতী। এই দুজন লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। তখন সালটা ১৯৯২। সেই সময় অনুষ্ঠান করতে গিয়ে দিব্যা ভারতীর সঙ্গে নাচ করতে চাননি আমির খান। জানা যায় দিব্যা ভারতী ঠিক মতন নাচের স্টেপ করতে পারছিলেন না। আর সেই জন্যই রেগে গিয়ে আমির খান বেশ কিছু কথা শুনিয়েছিলেন।
তৎকালীন চকলেট বয়ের ব্যবহারে আঘাত পেয়েছিলেন দিব্যা। এই আঘাত তাকে এতটাই মর্মাহত করেছিল যে বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেঁদেছিলেন অভিনেত্রী। এ প্রসঙ্গে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, “জুনিয়রদের ভুল হলে সিনিয়রদের শিখিয়ে দেওয়া উচিত। উনি আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। ওনার একজন সিনিয়র হিসেবে আচরণ করা উচিত ছিল তারকা হিসেবে নয়”।
জানা যায় ওই পরিস্থিতিতে ময়দানে নেমে ছিলেন সালমান খান। তিনি সমস্ত পরিস্থিতি সামাল দিয়ে দিব্যা ভারতীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন। এদিকে পরবর্তীকালে শোনা যায় যশ চোপড়ার পরম্পরা ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল দিব্যা ভারতীর। কিন্তু পূর্বের তিক্ত তার জেরে আমির খানের জন্যই নাকি দিব্যা ভারতীকে পরিবর্তন করে জুহি চাওলাকে নেওয়া হয়েছিল। আর এমনটাই অভিযোগ করেছিলেন দিব্যা ভারতীর মা মিতা ভারতী।