বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা তুঙ্গে। আর সেখানেই বেশিরভাগ ওয়েব সিরিজেই দেখানো হয় নগ্নতা, যৌনতা। যেন ওয়েব সিরিজের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে দৃশ্য। তবে এবার এই দৃশ্য নিয়েই বিরক্তি প্রকাশ করলেন বলিউডের ভাইজান সালমান খান। এক অনুষ্ঠানে এসে এই ওটিটি প্ল্যাটফর্মকে তুলোধোনা করলেন তিনি।
ভারতীয় হয়ে যেভাবে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে অন্তরঙ্গ মুহূর্ত দেখানো হয় তাতে ব্যাপক বিরক্ত তিনি। এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে এসে সালমান খান বলেন, “আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়।”
অভিনেতা আরও জানান, “আমার মনে হয় ওটিটিতে নজরদারি থাকা উচিত। অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, যৌনতা এখনই বন্ধ হওয়া উচিত।”ওটিটি প্ল্যাটফর্মগুলির বাড়াবাড়ির ঘোরতর বিরোধীতা করলেন তিনি।
ওটিটিতে কোনও ধরনের নজরদারি না থাকায় যেমন খুশি গল্প বলার স্বাধীনতা থাকে গল্পকারের। কিন্তু এক্ষেত্রে অভিনেতার মত, গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। নিরাপত্তার কারণেও অবিলম্বে এই ধরনের দৃশ্যে কাটছাঁট আনা উচিত।১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই যথোপযুক্ত নয়।