মালিকের বিয়েতে নেচে মাতালো পোষ্য! ভাইরাল ভিডিও দেখে মন ভরে যাবে আপনার

Published on:

মালিকের বিয়েতে নেচে মাতালো পোষ্য! ভাইরাল ভিডিও দেখে মন ভরে যাবে আপনার

বিয়ে বাড়িতে গিয়ে তুমুল নাচছে বরযাত্রী। এই ছবি তো সকলের চেনা। কিন্তু মালিকের বিয়েতে তুমুল নাচছে পোষ্য এমন ছবি দেখেছেন কি কখনো? এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তেমনই এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে বরযাত্রীর সঙ্গে জমিয়ে নাচ করছে পোষ্য।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও দেখা যাচ্ছে, বিয়ে বাড়িতে গানের সঙ্গে দারুন নাচ করছে বরযাত্রীর দল। তখনই এক ব্যক্তির কোলে রয়েছে একটি সারমেয়। বরযাত্রীদের সঙ্গেই ওই ব্যক্তি নাচতে শুরু করলে সারমেয়টিও বেশ গানের তালে লাফাতে থাকে। এক ঝলক দেখে মনে হবে যেন কোনও শিশুকে কোলে নেওয়া হয়েছে।

   
 ⁠

ভিডিয়োটিতে পোষ্যটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। যেমন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “বন্ধুর সঙ্গে এত সুন্দর করে সেও যেভাবে নাচছে তা দেখে মন ভরে গেল।”এমন সুন্দর নাচের ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।

  
 ⁠

কুকুর মানুষের সবচেয়ে কাছের এবং বিশেষ বন্ধুও বটে। তাই তো কুকুরের সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বোঝাই গিয়েছে বরের বন্ধুর কোলে উঠে তাকে জড়িয়ে ছিলেন পোষ্যটি। এরপর গান শুরু হতেই গানের তালে তালে নেচে ওঠে সে। এদিকে পোষ্যটিকে কোলে নিয়ে নাচ করছিলেন ওই যুবকও।